ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৫ ১৪৩১

কর্ণফুলী নদীতে তীব্র স্রোত

পল্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৮ আগস্ট ২০২৩   আপডেট: ২০:০০, ৮ আগস্ট ২০২৩
পল্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীতে পানির স্রোত বেড়েছে। তীব্র স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে চন্দ্রঘোনা ফেরিঘাটের পল্টুন। এই পরিস্থিতিতে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে বন্ধ রয়েছে চন্দ্রঘোনায় ফেরি পারপার। 

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা জানান, টানা বর্ষণে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে যাওয়ার ফলে ফেরিঘাটের পল্টুন গতকাল সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরিঘাটের পল্টুনগুলো যেখানে বাঁধা থাকে সেখানে দুইটি পিলার কর্ণফুলী নদীর স্রোতে উপড়ে যায়। একই সঙ্গে ফেরিঘাটের গ্যাং ওয়ে ব্রিজের নিচের দুইটি চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি আরও জানান, ভেঙে যাওয়ায় চাকাগুলো ওয়েরলিং ছাড়া ঠিক করা সম্ভব হবে না। গতকাল সোমবার আমরা চেষ্টা করেছিলাম এটি মেরামত করতে কিন্তু জোয়ারের পানির স্রোতেও এগুলো ঠিক করা সম্ভব হয়নি। বৈরী আবহাওয়া অনুকূলে না আসলে এটা ঠিক করা সম্ভব হচ্ছে না। তবে মঙ্গলবার পজিশনিং করা হয়েছে। নদীর পরিবেশ ঠিক থাকলে ওয়েরলিংয়ের দিকে যাবো। যার কারণে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরো পড়ুন:

রেজাউল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়