ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘তিন প্রাণির জিন রহস্য উন্মোচন করেছেন বাংলাদেশের গবেষকরা’

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১০ আগস্ট ২০২৩  
‘তিন প্রাণির জিন রহস্য উন্মোচন করেছেন বাংলাদেশের গবেষকরা’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, দেশে নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো দেশীয় প্রজাতির গরু, ভেড়া ও হাঁসের পূর্ণাঙ্গ জিন রহস্য বা জেনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন বাংলাদেশের গবেষকরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, সিকোয়েন্সিং থেকে বিশ্লেষণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এনআইবির নিজস্ব যন্ত্রপাতি এবং বিজ্ঞানীদের দ্বারা সম্পন্ন হয়েছে। যা বাংলাদেশে জেনোম সিকোয়েন্সিং গবেষণার জন্য একটি মাইলফলক এবং ইনস্টিটিউটে কর্মরত বিজ্ঞানীদের সক্ষমতা বৃদ্ধির একটি প্রকৃষ্ট উদাহরণ।

অনুষ্ঠানে এনআইবির মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সলিমুল্লাহ, প্রকল্প পরিচালক কেশব চন্দ্র দাস, বৈজ্ঞানিক কর্মকর্তা নুসরাত জাহান ও ড. আঞ্জুমান আরা ভূঁইয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাব্বির/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়