ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

ফরেস্ট অফিস চত্বরে রয়েল বেঙ্গল টাইগার

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১১ আগস্ট ২০২৩  
ফরেস্ট অফিস চত্বরে রয়েল বেঙ্গল টাইগার

অভয়ারণ্য এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে

সুন্দরবনের কচিখালি ফরেস্ট অফিস চত্বরে একটি রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ওই বাঘটি দেখেন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ। এ সময় তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করেন ওই বনরক্ষী।

মোস্তাক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই, বাইরে একটি বাঘ দাঁড়িয়ে আছে। বাঘটি সেখানে কিছু সময় অবস্থান করে। তখন মোবাইল ফোনে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি হেঁটে বনের দিকে চলে যায়। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত বাঘ ছিল। অভয়ারণ্য এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্বরতরা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদেরকে সতর্ক থাকতে বলেছি।

শহিদুল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়