ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

‘শিক্ষায় আমূল পরিবর্তন এনেছেন শেখ হাসিনা’

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১১ আগস্ট ২০২৩  
‘শিক্ষায় আমূল পরিবর্তন এনেছেন শেখ হাসিনা’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণে বর্তমান শিক্ষাব্যবস্থায় এখন শিক্ষার্থীরা হাতে কলমে প্রতিটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছে।’

শুক্রবার (১১ আগস্ট) চাঁদপুর সিটি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, চাঁদপুর সিটি কলেজের শিক্ষার্থীরা অনেক মেধাবী ও পরিশ্রমী। কাজেই আমি বিশ্বাস করি এরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে নিজেদের তৈরি করবে।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পরিশ্রম করে যারা পড়ালেখা করে তারা কখনো পিছিয়ে থাকে না। সাফল্য তার কাছে ধরা দেবেই। আমি এখনো পড়ালেখি করি। তাই পড়ালেখার বিকল্প কিছু নেই।

অ্যাডভোকেট আতাউর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব এবং চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম প্রমুখ।

অমরেশ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়