ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কুমিল্লায় বার্ডের ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শুরু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১২ আগস্ট ২০২৩  
কুমিল্লায় বার্ডের ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শুরু

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লার কোটবাড়িতে বার্ডের লালমাই মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলন শেষ হবে আগামীকাল রোববার।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. হামিদা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কুবির ভিসি এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এফ এম আব্দুল মঈন। 

এর আগে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক হারুন অর রশিদ মোল্লা। 

উল্লখ্য ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী আখতার হামিদ খান। তাঁর উদ্ভাবিত কুমিল্লাপদ্ধতি গ্রামীণ অর্থনীতিতে বেশ ভূমিকা রেখেছে।

রুবেল/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়