ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সৈকতে ভেসে আসা ‘ইয়েলো বেলিড সি স্নেক’ সাগরে অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১৩ আগস্ট ২০২৩   আপডেট: ০৮:৩৮, ১৩ আগস্ট ২০২৩
সৈকতে ভেসে আসা ‘ইয়েলো বেলিড সি স্নেক’ সাগরে অবমুক্ত

কক্সবাজার শহরের সমিতিপাড়া পয়েন্টে একটি ‘ইয়েলো বেলিড সি স্নেক’ নামের সাপ ভেসে আসে। শুক্রবার (১১ আগস্ট) রাত পৌনে ১২টায় সাপটি দেখতে পান সৈকতে দায়িত্বরত বিচকর্মী বেলাল হোসেন। 

তিনি বলেন, শুক্রবার রাত পৌনে ১২টায় সাপটি প্রথমে আমি দেখতে পাই। প্রায় ২ হাত দৈর্ঘের সাপটি এদিক সেদিক নড়াচড়া করছিল। তবে দেখে সাপটিকে দুর্বল মনে হলো। পরে আমি আরও কয়েকজন স্থানীয়দের ডেকে সাপটি সাগরে অবমুক্ত করি। 

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু রাইজিংবিডিকে বলেন, এই সাপটি অত্যন্ত বিষধর। এসব নাপ সাধারণত সুমদ্রে দেখা যায়। কিন্তু ২ মাসের ব্যবধানে দুইবার এই সাপ কক্সবাজারের সমুদ্র উপকূলে ভেসে আসে। হলুদ-কালো রঙের এই সাপ বিরল প্রজাতিরও বটে।

গত ১৪ জুন (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে আরও একটি ‘ইয়েলো বেলিড সি স্নেক’ দেখতে পান স্থানীয়রা। 

তারেকুর রহমান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ