ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

কিশোরগঞ্জে এলজিইডি কার্যালয়ে অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ১৩ আগস্ট ২০২৩  
কিশোরগঞ্জে এলজিইডি কার্যালয়ে অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ২টায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় ভোর ৪টায় আগুন নিভিয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকালে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এলজিইডি অফিসে রাত ২টার দিকে আগুন লাগার খবর পাই। দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ওই অফিসের তেমন কোনো ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে হঠাৎ ভবনের দোতলা থেকে আগুন দেখা যায়। তখন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিছু বৈদ‌্যুতিক তার পুড়েছে। তবে, বিভিন্ন কক্ষের ভেতরে থাকা নথিপত্রের ক্ষতি হয়নি।

রুমন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়