ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১৪ আগস্ট ২০২৩   আপডেট: ২০:৩৬, ১৪ আগস্ট ২০২৩
কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

৯ দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। 

সোমবার (১৪ আগস্ট) এতথ্য নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, হ্রদে যেহেতু পাহাড়ি ঢল নেই তাই ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটি পর্যটন ঘাটের বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে দুর্ঘটনা এড়াতে কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। ৯দিন পর আজ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন।

প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে গত ৫ আগস্ট জানমালের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে পর্যটক ও যাত্রীবাহী নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। পরে ৬ আগস্ট যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও পর্যটকবাহী নৌযান চলাচলের নিষেধাজ্ঞা ছিল।

বিজয়/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়