ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ভূমিকম্পে সিলেটে আতঙ্ক

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১৪ আগস্ট ২০২৩   আপডেট: ২২:১৭, ১৪ আগস্ট ২০২৩
ভূমিকম্পে সিলেটে আতঙ্ক

সিলেট নগরীতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয় সেখানে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। অনেক মানুষকেই বহুতল ভবন থেকে নেমে সড়কে চলে আসতে দেখা যায়। 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন জানান, রিখাটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় আসাম অঞ্চলে। 

সরেজমিনে দেখা গেছে, ভূমিকম্পের সময় সিলেট নগরীর বিপণিবিতানগুলো থেকে আতঙ্কে মানুষজন দ্রুত সড়কে নেমে আসেন। 

আরো পড়ুন:

সুনীল সিংহ নামের এক গণমাধ্যমকর্মী জানান, তাদের অফিস মধুবন সুপার মার্কেটের ৫ম তলায়। ভূকম্পন অনুভূত হলে সে সময় অফিসে থাকা সবাই আতঙ্কিত হয়ে ওঠেন। সবাই যে যার মতো মার্কেট ভবন থেকে নিচের সড়কে চলে আসেন।

রোকেয়া বেগম নামের এক গৃহিনী বলেন, ভূমিকম্পের সময় তিনি রাধছিলেন। দ্রুত কোলের বাচ্ছাকে নিয়ে দুতলা থেকে বেরিয়ে পড়েন।

তিনি বলেন, এবারের ঝাঁকুনিটা অন্যবারের তুলনায় খুব বেশি ছিল। পুরো পরিবারের লোকজন আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন বলেও দাবি করেন তিনি। 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন জানান, উৎপত্তিস্থল ভারতে মেঘালয় আসাম অঞ্চলে। কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের নাম প্রকাশে অনিচ্ছুক অপারেটর জানান, ভূমিকম্পের পর কোথাও থেকে দুর্ঘটনাজনিত কোন খবর তারা পাননি।

নূর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়