ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

ইবিতে ব্যাংক কর্মকর্তাকে নারীর ছুরিকাঘাত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ১৪ আগস্ট ২০২৩  
ইবিতে ব্যাংক কর্মকর্তাকে নারীর ছুরিকাঘাত

অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোন শাখার কর্মকর্তা মইনুল হোসেনকে ছুরিকাঘাত করেছেন শামীমা নামের এক নারী। সোমবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসন ভবন চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

মইনুল হোসেনের বাড়ি কুষ্টিয়ার বড় আইলচারার দক্ষিণ পাড়ায়। অভিযুক্ত শামীমা কুষ্টিয়ার ভেড়ামারার মধ্য বাজার এলাকার আবু বক্করের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক কর্মকর্তা অভিযুক্ত নারীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই নারী ব্যাংক কর্মকর্তার গলায় ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। এ সময় প্রধান ফটকের সামনে থাকা লোকজন তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেন।

পরে নিরাপত্তা কর্মকর্তারা তাকে প্রশাসনিক ভবনের সামনে এনে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে তুলে দেন। আহত ব্যাংক কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া নার্স মমতাজ বলেন, রক্তাক্ত অবস্থায় মইনুল হোসেনকে মেডিকেলে নিয়ে আসা হয়। অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক গলায় ব্যান্ডেজ করে কুষ্টিয়া পাঠিয়ে দিয়েছি। তার শ্বাসনালী কাটেনি। ব্লেড দিয়ে গলা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ছুরিকাঘাতের বিষয়টি অস্বীকার করে শামীমা দাবি করেন, ২০২১ সালের ৪ এপ্রিল মইনুল হোসেন ভালোবেসে তাকে বিয়ে করেন। পরে তাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানান। এ দ্বন্দ্বের জেরে আজ দীর্ঘ সময় বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শামীমাকে হত্যার চেষ্টা করেন মইনুল। কিন্তু উল্টো নিজের গলায় লেগে কেটে যায়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন নূর যায়েদ বিপ্লব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ক্যাম্পাসে চলে আসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কাঞ্চন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়