ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

কয়লা সংকট কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্র

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১৪ আগস্ট ২০২৩  
কয়লা সংকট কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্র

কয়লা সংকট কাটিয়ে ১৫ দিন পর আবারো উৎপাদন শুরু করেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। 

সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। একই সঙ্গে উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। 

আরও পড়ুন: ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজ মোংলায়

এর আগে কয়লা সংকটের কারণে গত ৩০ জুলাই থেকে আজ পর্যন্ত প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ ছিলো।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের উপ-মহাব্যবস্থাক মো. আনোয়ার-উল আজিম এতথ্য নিশ্চত করেছেন।

আরও পড়ুন: কয়লা সংকটে ফের উৎপাদন বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্রে

আনোয়ার-উল আজিম জানান, কয়লা আসার পর আজ থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু করা হয়েছে। বিকেল ৩টা থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এছাড়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসা জাহাজ ‘এম ভি বসুন্ধরা ইমপ্রেস’ থেকে কয়লা খালাস করে কেন্দ্রে সংরক্ষণাগারে রাখার কাজ এখনো চলছে।

তিনি আরও জানান, কয়লা নিয়ে আরো দুটি জাহাজ চলতি মাসেই আসার কথা রয়েছে।

শহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়