ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সাঈদীর জানাজা সম্পন্ন

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৫ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:০৬, ১৫ আগস্ট ২০২৩
সাঈদীর জানাজা সম্পন্ন

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন এলাকায় জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। উল্লেখ্য যোহরের নামাজের পর দুপুর ২টায় দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী

পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. জহিরুল হক জানান, জানাজা উপলক্ষ্যে ভক্ত ও সমর্থকরা সকাল থেকে সাঈদী ফাউন্ডেশনে জড়ো হতে শুরু করেন। সাঈদী ফাউন্ডেশন মাঠ পেরিয়ে জেলা শহরের প্রধান সড়কে লোকজন অবস্থান করলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে প[ড়ে। ফলে নির্ধারিত সময়ের আগে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন করা হয়।  

আরও পড়ুন: সাঈদীর মরদেহ পিরোজপুরে, বাদ জোহর জানাজা

এর আগে, পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহবাহী ফ্রিজিং গাড়ি সাঈদী ফাউন্ডেশনের সামনের মাঠে রাখা হয়। পারিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, কাশিমপুর কারাগারে থাকা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে পড়লে রোববার (১৩ আগস্ট) তাকে গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন: বড় ছেলের কবরের পাশে সাঈদীকে দাফনের প্রস্তুতি

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন দেলাওয়ার হোসাইন সাঈদী। একই বছর ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তাওহিদুল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ