ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লক্ষ্মীপুরে শোক দিবসে গণভোজ-সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১৬ আগস্ট ২০২৩  
লক্ষ্মীপুরে শোক দিবসে গণভোজ-সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা, দোয়া ও গণভোজনের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার খিলবাইছা জিএফইউ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দ্রীয় আ.লীগের উপকমিটির সদস্য নেওয়াজ শরীফের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সভায় বীর মুক্তিযোদ্ধা হামদে রাব্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সদর উপজেলা আ.লীগের সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারি।

আরো পড়ুন:

এসময় বক্তারা ’৫২ থেকে ’৭১ পর্যন্ত বাংলাদেশ প্রেক্ষিত স্বাধিকার, সার্বভৌমত্ব ও স্বাধীনতা বিষয়ে আলোকপাতসহ দেশপ্রেমে উদ্বুদ্ধমূলক বক্তব্য দেওয়া হয়।

জাহাঙ্গীর/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়