ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

শোক দিবস নিয়ে বিতর্কিত স্ট্যাটাস, সাবেক শিবির নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১৭ আগস্ট ২০২৩   আপডেট: ২০:৩৯, ১৭ আগস্ট ২০২৩
শোক দিবস নিয়ে বিতর্কিত স্ট্যাটাস, সাবেক শিবির নেতা গ্রেপ্তার

সোহেল রানা। ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় শোক দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসের ঘটনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সেই মামলায় সাবেক শিবির নেতা সোহেল রানাকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন- ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ শিমু (৩৫), মিনহাজুল (২৮), সাগর আলী (২৬) ও বাইরুল ইসলাম (৩১)।

এর আগে, বুধবার এ ঘটনায় ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্র শিবিরের সাবেক নেতা সোহেল রানা নিজের ফেসবুক আইডিতে জাতীয় শোক দিবস নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মন্তব্য করেন ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৪ জন। এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলা হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ভোলাহাটে জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় উপজেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহেদী/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়