ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মেরামতের সময় জ্বলে উঠলো আগুন, পুড়লো বাস

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৮ আগস্ট ২০২৩   আপডেট: ০৯:০৭, ১৮ আগস্ট ২০২৩
মেরামতের সময় জ্বলে উঠলো আগুন, পুড়লো বাস

ময়মনসিংহে মেরামতের কাজ করার সময় বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এটি কোন নাশকতা নয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) নগরীর চায়নামোড় সংলগ্ন এলাকা ময়লার মোড়ে একটি গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়লার মোড় এলাকায় একটি গ্যারেজে ঢাকা-শেরপুর সড়কে চলাচলকারী সোনার বাংলা পরিবহনের একটি বাসে মেরামতের কাজ চলছিলো। বাসের জানালাও বন্ধ ছিলো। এ সময় বাসের ব্যাটারির তারে শর্ট সার্কিটে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

অগ্নিকাণ্ডে বাসের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি বলেও জানান তিনি।

এবিষয়ে গ্যারেজের শ্রমিক জাকির হোসেন বলেন, আমি বাসের নিচে শুয়ে কাজ করছিলাম। হঠাৎ উপর থেকে তাপ অনুভূত হলে বের হয়ে দেখি বাসে আগুন জ্বলছে। পরে অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারীর সাথে অন্য তারের শর্টসার্কিটে আগুন লাগতে পারে।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এটি কোন নাশকতা নয়, ব্যাটারি থেকে আগুন লেগেছে বলেও জানান তিনি।

মিলন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়