ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কোটি টাকার সিগারেট ডাকাতি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১৮ আগস্ট ২০২৩   আপডেট: ১৩:৫০, ১৮ আগস্ট ২০২৩
কোটি টাকার সিগারেট ডাকাতি, গ্রেপ্তার ৩

বরিশালে ডাকাতি হওয়া কোটি টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের সদর দপ্ত‌রে সংবাদ স‌ম্মেল‌নে জানিয়েছেন পু‌লিশ ক‌মিশনার সাইফুল ইসলাম।

তি‌নি জানান, গত ১৩ আগস্ট গভীর রাতে বরিশাল এয়ার‌পোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের প্রতাপপুরে ইয়াসিন কাজীর বাড়িতে সিগারেট কোম্পানির গোডাউনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে গোডাউনে কর্তব্যরত দারোয়ান মো. আনোয়ার, স্বপন ও ইমরান শরীফকে বেঁধে ১৫ লাখ ৪০ হাজার ৬শ শলাকা সিগা‌রেট অর্থাৎ ১ কোটি ৩ লাখ টাকার সিগারেট নিয়ে যায় ডাকাত দল। ডাকাতির খবর পেয়ে অভিযানে নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। প‌রে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় ওই ডাকাত দলের তিন সদস্য। এসময় ট্রাক ভর্তি কোটি টাকার সিগারেট উদ্ধার করেন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছইলা বুনিয়া গ্রামের আব্দুস সাত্তার মৃধার ছেলে ইয়াকুব মৃধা (৪০), বরগুনা জেলার আমতলী উপজেলার টিয়াখালী গ্রামের নিজাম শরীফের ছেলে মুছা শরীফ (১৯) ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দুলাল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৭)। 

ওই রাতে ডাকাতির ঘটনায় ১০ জন সদস্য ছিলেন বলে জানিয়েছেন ডাকাত দলের গ্রেপ্তারকৃত তিনজন।  বাকি ডাকাতদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার। 

গ্রেপ্তারকৃত‌ ডাকাতদের ম‌ধ্যে ইয়াকু‌বের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি প‌রোয়ানা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডাকাতির ঘটনার পর ৯/১০ জন‌ অজ্ঞাত ব্যাক্তিকে আসামি ক‌রে এয়ার‌পোর্ট থানায় মামলা দায়ের করেছেন জেটিআই ওয়ার হাউজ ইনচার্জ শফিকুল ইসলাম কাদের।

স্বপন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়