ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১৮ আগস্ট ২০২৩  
আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে মনিরুলকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ। শুক্রবার (১৮ আগস্ট) সকালে পতাকা বৈঠকের পর ওই নাগরিককে হস্তান্তর করা হয়।

বিএসএফের কাছে আটক হওয়া ওই বাংলাদেশি নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালার বেনীচক গ্রামের কবিরুল ইসলামের ছেলে মুনিরুল ইসলাম (২১)। বিজিবির দাবি বাংলাদেশি এ যুবক মানসিক ভারসাম্যহীন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার নম্বর ১৮৫/১ এস’র কাছে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭০-মাহাদিপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা মুনিরুল ইসলামকে আটক করেন। বিষয়টি তারা সোনামসজিদ বিওপির কমান্ডার সুবেদার মুক্তার হোসেনকে জানান। পরে সোনামসজিদ আইসিপি নামক স্থানে পতাকা বৈঠকের আয়োজন করে ওই যুবকে তার বাবা কবিরুল ইসলামের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ সময় ৭০ মাহাদিপুর বিএসএফ ক্যাম্পের বিএসএফ কমান্ডার ইন্সপেক্টর টি আর তেলেপা উপস্থিত ছিলেন।

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়