ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

চট্টগ্রামে ওয়ালটন প্লাজার চাকরিমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ২০ আগস্ট ২০২৩   আপডেট: ১৮:০২, ২০ আগস্ট ২০২৩
চট্টগ্রামে ওয়ালটন প্লাজার চাকরিমেলা

তিন শতাধিক চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীর অংশগ্রহণে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন প্লাজা চাকরিমেলা। রোববার (২০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর কণকর্ড খুলশী সী ওয়ার্ল্ড কনফারেন্স হলে ওয়ালটন প্লাজার মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদের তত্ত্বাবধানে চাকরি প্রত্যাশীদের নিয়োগ চূড়ান্ত করতে বিভিন্ন ধাপে সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।

ফয়সাল ওয়াহিদ জানান, চট্টগ্রাম বিভাগের বেকার তরুণ-তরুণীদের চাকরির সুযোগ তৈরি করে দিতে ওয়ালটন গ্রুপ স্থানীয় পর্যায়ে চাকরিমেলার আয়োজন করেছে। চট্টগ্রামের দিনব্যাপি চাকরিমেলায় তিন শতাধিক চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে দিনব্যাপি মৌখিক পরীক্ষা, আইটি পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। 

চাকরি প্রত্যাশীদের ইন্টারভিউ বোর্ডে ছিলেন ওয়ালটন প্লাজা ডিভিশন-৭ এর বিভাগীয় প্রধান সফিকুল আজাদ, ডিভিশনাল ক্রেডিট মনিটরিং হেড হুমায়ুন কবীর হিমু, ওয়ালটন প্লাজা চট্টগ্রাম পশ্চিম জোনের এরিয়া ম্যানেজার মোহাম্মদ শাহীন, পূর্ব জোনের এরিয়া ম্যানেজার আরাফাত চৌধুরী, ফেনী জোনের এরিয়া ম্যানেজার আরিফ মঈনুদ্দিন, কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, আইটি ডিভিশনাল মনিটরিং হেড ওমর ফারুক ভুঁইয়া, আইটি ডিভিশনাল হেড মহিদুল আজম চৌধূরী। 

আরো পড়ুন:

এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী জোনের ক্রেডিট মনিটরিং কর্মকর্তা ও প্লাজা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
 

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়