ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নম্বর ক্লোন করে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২০ আগস্ট ২০২৩   আপডেট: ২০:৫০, ২০ আগস্ট ২০২৩
চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নম্বর ক্লোন করে টাকা দাবি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এর আগে, ক্লোনকৃত নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর কাছে টাকা চাওয়া হলে তাদের খটকা লাগে। পরবর্তীতে ক্লোন করা নম্বরে ফোন করা হলে কেউ আর ফোন রিসিভ করেননি। এরপর যাচাই করে ফোন ক্লোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

রোববার (২০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের এন ডি সি তৌহিদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের সরকারি নম্বরটি ক্লোন করে +3801713104332 নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হচ্ছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। তাই উক্ত নম্বর থেকে ফোন করা হলে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ইতোমধ্যে কোতোয়ালি থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, পুলিশ সুপারের নম্বর ক্লোন করেও টাকা দাবি করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নম্বর ক্লোন করা নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়