ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ ভারতীয় আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২১ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:৪৩, ২১ আগস্ট ২০২৩
চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ ভারতীয় আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণসহ তুষার নাগীন দাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। 

সোমবার (২১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার কাছ থেকে ৫৬০ গ্রাম স্বর্ণের ‍পেস্ট এবং ৪২১ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। 

চট্টগ্রাম কাস্টমস-এর ডিপুটি কমিশনার আহসান উল্লাহ জানান, সকালে বাংলাদেশ বিমানের বিজি ১৫২ নম্বরের ফ্লাইটে সারজা থেকে চট্টগ্রাম আসেন ভারতীয় নাগরিক তুষার। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় তুষার নাগীন দাসকে আটক করে শুল্ক গোয়েন্দারা। শরীর তল্লাশির  এক পর্যায়ে তার গেঞ্জির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৬০ গ্রাম স্বর্ণের পেস্ট এবং ৪২১ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়