ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভয়াবহ গ্রেনেড হামলা 

নিহতদের স্মরণে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ২১ আগস্ট ২০২৩  
নিহতদের স্মরণে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে গোপালগঞ্জে মোমবাতি জ্বালিয়ে মিছিল করেছে স্বেচ্ছাসেক লীগের নেতাকর্মীরা।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকো ও সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম ঝন্টুর নেতৃত্বে মিছিলটি বের হয়। পরে সেটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

পথ সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তখন আইভী রহমানসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিহত হন।  

আরো পড়ুন:

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকোর সভাপতিত্বে পথসভায় জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জোবোয়ের ইসলাম ঝন্টু, পৌর শাখার সাধারণ সম্পাদক মানিব সিকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, সাবেক ছাত্র নেতা মো. ওমর ফারুক খান, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূর ইসলাম গাজী বক্তব্য রাখেন। 

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়