ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

ব‌রিশালে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২২ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:১৪, ২২ আগস্ট ২০২৩
ব‌রিশালে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেছেন। হাসপাতালের প্রতিষ্ঠাতা গৌরনদীর বাসিন্দা লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মনির হোসেনের আমন্ত্রণে মঙ্গলবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে আসেন তিনি।

সাকিব আল হাসান সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসে পৌঁছালে সর্বস্তরের জনতা তাকে অভ্যর্থনা জানান। এরপরই সুন্দরদী গ্রামের আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত চিত্র নায়ক নিরব, আন্তর্জাতিক মেকাপ আর্টিষ্ট সেলিনা মনির প্রমুখ।

এদিকে, প্রিয় ক্রিকেটারকে এক নজর দেখার জন্য হাসপাতাল চত্ত্বরে হাজার হাজার ভক্তরা ভিড় করেন। এসময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব আল হাসান। 

কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ঢাকায় ফিরে যান। 

স্বপন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়