ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২২ আগস্ট ২০২৩  
মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পরিবহনের দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা জজ আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আসামিদের উপস্থিততে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-ভোলাহাট উপজেলার তাতীপাড়া গ্রামের মৃত সমিজ উদ্দীন সেখের ছেলে আব্দুল আলিম (৩৬), গোমস্তাপুর উপজেলার রহনপুর বড় বাজার এলাকাল মো. ইউসুফ আলীর ছেলে হিরো উরফে পিন্স খান (৩৬), একই উপজেলার রহমতপাড়ার রফিক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (৩৪)।

চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম জানান, ২০১৯ সালের ২ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থেকে ১০ কেজি হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই দিন র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্য্যাম্পের এসআই আব্দুল মোমিন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই তোফাজ্জাল হোসেন আসামিদেরকে অভিযুক্ত করে চার্জশিট দেন আদালতে।

/শিয়াম/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়