ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শিক্ষকের ওপর দুর্বৃত্তদের হামলা, গ্রেপ্তার এক

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২২ আগস্ট ২০২৩  
শিক্ষকের ওপর দুর্বৃত্তদের হামলা, গ্রেপ্তার এক

দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা

গাজীপুরের কাপাসিয়ায় রাতের অন্ধকারে এক শিক্ষকের হাত পায়ের রগ কেটে ফেলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিদ্যালয় শিক্ষার্থীরা।

আহত শিক্ষক নুরুল ইসলাম কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনি উপজেলার বারিষাব চরদুর্লভ খাঁ আব্দুল হাই উচ্চবিদ্যালয় বিএসসি শিক্ষক।

এ ঘটনায় মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কাপাসিয়া চরদুর্লভ খাঁ আব্দুল হাই উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

গত রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টায় দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে শিক্ষক নুরুল ইসলাম এ হামলার শিকার হন। আহত নুরুল ইসলামের স্ত্রী রওজিয়া সুলতানা এ তথ্য জানান। 

কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবীর জানান, আহত নুরুল ইসলামের স্ত্রী রওজিয়া সুলতানা বাদী হয়ে মামলা করেছেন। তিনি বলেন, এ ঘটনায় বিল্লাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মামুনুর রহমান জানান, নুরুল ইসলামের হাত ও পায়ে অনেক ইনজুরি রয়েছে। পঙ্গু হাসপাতালে চিকিৎসা দরকার। অন রিকোয়েস্ট আমরা এইখানে ভর্তি রেখেছি। 

/রফিক/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়