ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২৪ আগস্ট ২০২৩   আপডেট: ১০:৩৫, ২৪ আগস্ট ২০২৩
নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে আকরামুল আলম (৬৫) নামে একজন স্কুলশিক্ষক মারা গেছেন। 

বুধবার (২৩ আগস্ট) রাতে যশোরের ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি নড়াইল সদরের তুজোরডাঙ্গা গ্রামের শুকুর মোল্যার ছেলে। রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তিনি নড়াইল পৌর এলাকার ভওয়াখালীতে বসবাস করতেন।

শিক্ষকের পরিবার জানায়, গত ১১ আগস্ট জ্বর নিয়ে নড়াইল সদর হাসপাতালে এলে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর অবস্থার দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে প্রেরণ করা হয়। সেখানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অবস্থা আরো খারাপ হলে আইসিইউতে রাখা হয়। 

রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, প্রায় ১০ দিন আগে তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থা খারাপ হলে যশোরে কয়েকদিন আইসিইউতে থাকার পর তিনি মারা যান।

নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, কিছুক্ষণ আগে আমি বিষয়টা জানতে পেরেছি। ডেঙ্গু আক্রান্ত হয়ে এই প্রথম নড়াইলে একজন মারা গেলেন।

শরিফুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়