ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

স্ত্রীর মামলায় কূটনৈতিক অফিসের কর্মকর্তা জেলহাজতে 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ০৯:২৭, ২৫ আগস্ট ২০২৩
স্ত্রীর মামলায় কূটনৈতিক অফিসের কর্মকর্তা জেলহাজতে 

দ্বিতীয় স্ত্রীর দায়েরকৃত যৌতুকের মামলায় পররাষ্ট্র ক্যাডার স্বামী ও ভারতের কূটনৈতিক অফিসের কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ আকন (৩৭) এখন জেলহাজতে। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) মাদারীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল হাসান চৌধুরী তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

মো. আব্দুল ওয়াদুদ আকন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামের আব্দুল বারেক আকনের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে,  ২০১৯ সালে ১৭ এপ্রিল  তারিখে মামলার বাদী জারিন রাফা নীলান্তির সাথে আব্দুল ওয়াদুদ আকনের বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ২০২২ সালে ৭ অক্টোবর বাদীর এক আত্মীয়ের বাসায় বসে আকন স্ত্রীর কাছে ৪০ লক্ষ টাকা এবং ৫ কাঠা জমির প্লট যৌতুক দাবি করেন। এ ঘটনার পর স্ত্রী মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুকের মামলা দায়ের করেন। 

বৃহস্পতিবার আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থণা করলে দীর্ঘ শুনানী শেষে জামিনের আবেদন না মঞ্জুর করা হয়। আসামিকে জেলহাজতে পাঠানের আদেশ প্রদান করা হয়। 

উল্লেখ্য, জারিন রাফা নীলান্তি আসামির দ্বিতীয় স্ত্রী।

বেলাল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়