ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

কুড়িগ্রামে আবারও বাড়ছে সব নদ-নদীর পানি

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ১৯:৪৩, ২৫ আগস্ট ২০২৩
কুড়িগ্রামে আবারও বাড়ছে সব নদ-নদীর পানি

কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে আবারও কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে এসব নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা দিয়ে প্রবাহিত হয়েছে। তবে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, বিকেল ৩টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৯০ সেন্টিমিটার, ধরলার পানি সেতু পয়েন্টে ১১০ সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের মকবুল হোসেন বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখনো পানি ঘর-বাড়িতে প্রবেশ করেনি। আর একটু বৃদ্ধি পেলে প্রবেশ করবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমা দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সৈকত/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়