ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, এক আসামির স্বীকারোক্তি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৬ আগস্ট ২০২৩  
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, এক আসামির স্বীকারোক্তি

নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক রিয়াজ (১৫) হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এক আসামি।    

শুক্রবার (২৫ আগস্ট) রাতে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ'র আদালতে মো. মাসুদ (২৫) নামের ওই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসামি মাসুদ সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দরবেশপুর গ্রামের গফুর আলী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।  

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, অটোরিকশাচালক রিয়াজ হত্যার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানতে পারে একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের সদস্যরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরপর হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে এক আসামি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।    

তিনি বলেন, আসামি মাসুদকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন হত্যাকাণ্ডের একদিন আগে তারা কিশোর রিয়াজের অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। সে মোতাবেক ঘটনার দিন তারা রিয়াজের অটোরিকশা ভাড়া করে এবং ঘটনাস্থলে গিয়ে রিয়াজকে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে।
 
ওসি আরও বলেন, হত্যার পর মাসুদ ও তার সহযোগীরা অটোরিকশাটি বেগমগঞ্জের চৌমুহনীর করিমপুর এলাকার গোরস্থান সড়কের হিরো অটোরিকশা গ্যারেজে রেখেছেন বলে জানান। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করে এবং গ্যারেজের মালিক মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। 

উল্লেখ্য, গত ১০ আগস্ট সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাপুর এলাকায় কিশোর রিয়াজ উদ্দিনকে গলা কেটে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে রাতে পথচারিরা সড়কের পাশ্ববর্তী ক্ষেতে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহত রিয়াজ উদ্দিন উপজেলার বদরপুর গ্রামের কামাল মিয়ার ছেলে।

মাওলা সুজন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়