বৃষ্টির কারণে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু হলো এক ঘণ্টা দেরিতে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম মহানগরে প্রবল বর্ষণ ও শহরে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টায় শুরু হয়েছে।
এর আগে রোববার (২৭ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে সকাল ১১ টায় শুরু হবে। নির্দেশনা মেনে সকাল ১১ টায় চট্টগ্রাম নগরীর ২৭টি কেন্দ্রে শুরু হয় এইচএসসি পরীক্ষা।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ এতথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয় জরুরী বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতের অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই আজ রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ২৭টি পরীক্ষা কেন্দ্র ও হাটহাজারী এবং ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করার নির্দেশনা দেওয়া হয়। যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীদের পৌঁছাতে সমস্যা হচ্ছে সেগুলোতেও অনুরূপ নির্দেশনা কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হলেও তাদের যেন পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করা হয় সে জন্যে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
রেজাউল/ মাসুদ