ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ভৈরবে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৭ আগস্ট ২০২৩   আপডেট: ১২:৫৪, ২৭ আগস্ট ২০২৩
ভৈরবে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর ‌এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এর ফলে প্রায় ৪ ঘন্টা ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বিষয়টির নিশ্চিত করেছেন। 

ইউসুফ মিয়া জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর কাজ চলছিল। এসময় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। আমরা ইঞ্জিনটি উদ্ধারের জন্য কাজ করছি। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধারে কাজ করবে। উদ্ধারকারী ট্রেন পৌঁছালে সেটির ইঞ্জিন দিয়ে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। 

রুমন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়