ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

পাহাড়ে ঝুুঁকিতে থাকা বাসিন্দাদের আশ্রয়ে যেতে মাইকিং

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২৭ আগস্ট ২০২৩   আপডেট: ১৫:১৫, ২৭ আগস্ট ২০২৩
পাহাড়ে ঝুুঁকিতে থাকা বাসিন্দাদের আশ্রয়ে যেতে মাইকিং

চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে কলোনীতে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যুর পর অভিযানে নেমেছে জেলা প্রশাসন। চট্টগ্রাম জুড়ে অতি বর্ষণের কারণে আরও ধসের আশঙ্কা দেখা দেওয়ায় নগরীর বিভিন্ন এলাকার পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে। 

রোববার (২৭ আগস্ট) সকাল থেকে মাইকিং কার্যক্রম শুরু হয়েছে। 

এদিকে, সকালে ষোলশহরের যে পাহাড় ধসে প্রাণহানীর ঘটনা ঘটেছে সেখানে বসবাসকারীদের আজ দুপুর আড়াইটা থেকে জেলা প্রশাসন উচ্ছেদ করবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আরো পড়ুন:

চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি তৌহিদুল ইসলাম জানান, টানা বর্ষণের ফলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে নিরাপদ রাখতে ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে। নগরীর আকবর শাহ থানাধীন, ১ নম্বর ঝিল, ২ নম্বর ঝিল, ৩ নম্বর ঝিল,  বিজয় নগর, টাংকির পাহাড়,  শান্তি নগরে মাইকিং অব্যাহত রেখেছে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়