ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেলো পর্যটকের

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২৮ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:১৩, ২৮ আগস্ট ২০২৩
সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেলো পর্যটকের

ফাইল ফটো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন এলাকায় গোসলে নেমে পানিতে ডুবে জয় (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। জয় ঢাকার মগবাজারের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাদাপাথর পর্যটনকেন্দ্রের পানিতে গোসলে নামেন জয়। এ সময় পানির প্রচণ্ড স্রোতে তিনি তলিয়ে যান। সেখানে উপস্থিত লোকজন প্রায় ১৫ মিনিট খোঁজার পরে তাকে পায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাকেরা খাতুন লিপি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জয় নামের ওই পর্যটকের মৃত্যু হয়েছে। তার মরদেহ এখানেই আছে।

নূর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়