ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৮ আগস্ট ২০২৩   আপডেট: ২০:০৯, ২৮ আগস্ট ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক আজিনুল হক হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বারোরশিয়া তাহির হাজির টোলা গ্রামের মাজেদ আলী ছেলে হুমাযুন ও একই গ্রামের ময়জ উদ্দিনের ছেলে আ. বারী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৫ সালের ১৩ নভেম্বর চর বাররশিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিনুল হককে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মেহেদী/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়