সীতাকুণ্ডে ঝরনায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চট্টগ্রামের সীতাকুণ্ডে সহস্রধারা ঝরনায় বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ সোহানুর রহমান (৪০) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, ঢাকার নিকুঞ্জ থেকে তিন বন্ধু সীতাকুণ্ডে সহস্রধারা ঝরনায় বেড়াতে এসেছিলেন। তারা ঝরনা এলাকায় স্পিডবোট নিয়ে ঘুরছিলেন। এ সময় সোহানসহ দুই বন্ধু পানিতে সাঁতার কাটতে নামেন।
তিনি আরও বলেন, সাঁতার শেষে রিয়াদ নামের অপর বন্ধু বোটে উঠলেও তলিয়ে যান সোহানুর। খবর পেয়ে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যার আগে ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
রেজাউল/কেআই