ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়ালো 

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২৯ আগস্ট ২০২৩   আপডেট: ০৯:৩৮, ২৯ আগস্ট ২০২৩
মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়ালো 

মানিকগঞ্জে চলতি বছরের জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের ২৮ তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ২ জন। 

জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২০০ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪৮ জন, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯১ জন, মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৬ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, শিবালয় ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী ভর্তি রয়েছেন। 

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলেও জানান তিনি। 

চন্দন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়