ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৩০ আগস্ট ২০২৩   আপডেট: ০৯:০৭, ৩০ আগস্ট ২০২৩
ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অনন্ত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের সামন্তা বাজারে কাঙালিভোজ বিতরণকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- হজরত আলী, নাসির উদ্দিন, রাকিব হোসেন, মেহেদী হাসান, নাসির মেম্বর, উম্মত আলী, ইজাজ মিয়া, আজগর আলী, শুকুর আলী, আজাহার আলী। 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সামন্তা বাজারে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালন অনুষ্ঠানে বর্তমান চেয়ারম্যান ইয়ানবী ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে মহেশপুর হাসপাতালে ৪ জন ও বাকিদের পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমান চেয়ারম্যান ইয়ানবী জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম তার নিজ সমর্থিত লোকজন নিয়ে শোক দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করেন। এতে তিনি দলের অন্যকোন নেতাকর্মীদের দাওয়াত দেননি। বিকেলে সংসদ সদস্য আসছেন শুনে আমার (বর্তমান চেয়ারম্যান) লোকজন রিসিভ করতে গেলে আব্দুস সেলিমের লোকজন হামলা করে। এতে সংঘর্ষ শুরু হয়। আমার চার সমর্থক আহত হয়েছেন।

সাবেক চেয়ারম্যান আব্দুস সেলিম জানান, অনুষ্ঠান চলাকালে বর্তমান চেয়ারম্যানের লোকজন ব্যানার ছিঁড়ে চেয়ার-টেবিল ভাঙচুর করতে শুরু করে। বাধা দিতে গেলে সংঘর্ষে আমার গ্রুপের ৬ জন আহত হয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, শোক দিবস পালন অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহরিয়ার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়