ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

টাঙ্গাইলে দাবি আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৩০ আগস্ট ২০২৩  
টাঙ্গাইলে দাবি আদায়ে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইলে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। 

বুধবার (৩০ আগস্ট) দুপুরে দাবি আদায়ের জন্য প্রতিষ্ঠানটির চার শতাধিক শিক্ষার্থী টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।এসময় তাদের নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনকারীরা অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‌‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।

আরো পড়ুন:

মানববন্ধনে বক্তারা নিজেদের দাবি তুলে ধরে বলেন, দাবিগুলো দ্রুত মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার পরিবেশ সৃষ্টি করতে হবে। দাবিগুলো মানলে ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। 

মানববন্ধনে বক্তব্য দেন ম্যাটস শিক্ষার্থী আকাশ, শাকিল, রাসেল, সজিব ও কৌশিক। 

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়