ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সীতাকুণ্ডে ৩০ লাখ টাকা ভূমি উন্নয়ন কর দিল বন বিভাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৩১ আগস্ট ২০২৩  
সীতাকুণ্ডে ৩০ লাখ টাকা ভূমি উন্নয়ন কর দিল বন বিভাগ

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন কুমিরা ফরেস্ট রেঞ্জের চারটি বনবিটের জন্য ৩০ লাখ টাকা ভূমি উন্নয়ন কর প্রদান করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) কুমিরা রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান ৩০ লাখ টাকার করের চেক উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে হস্তান্তর করেন।

রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান জানান, উত্তর বন বিভাগের অধিক্ষেত্রধীন কুমিরা রেঞ্জের আওতায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা রেঞ্জের চারটি বিটের বিভিন্ন মৌজায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়েছে। উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এস এম কায়চার এর পক্ষে উপস্থিত থেকে এই চেক হস্তান্তর করা হয়। টাকার অংকে করের পরিমাণ ৩০ লাখ টাকা। সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) দাপ্তরিকভাবে এই চেক গ্রহণ করেছেন।

রেজাউল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ