ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

বাগেরহাটে আনসার আল ইসলামের ৫ জঙ্গি গ্রেপ্তার 

বাগেরহাট সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৩১ আগস্ট ২০২৩  
বাগেরহাটে আনসার আল ইসলামের ৫ জঙ্গি গ্রেপ্তার 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। বুধবার (৩০ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছেন র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না। 

গ্রেপ্তাররা হলেন, পিরোজপুরের মৃত কামাল গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জের গাউছ মোল্লার ছেলে আকাশ ওরফে আব্দুল্লাহ (২৩), মোহাম্মদ জাকির ফকিরের ছেলে তাজিমুদ্দিন ওরফে জসীমউদ্দীন (২১), সৈয়দ আহাদুজ্জামানের ছেলে রিপন (২০) এবং মাদারীপুরের মতিউর রহমানের ছেলে ইসমাইল হাসান অনিক (২০)। গ্রেপ্তারদের কাছ থেকে উগ্রবাদী বই, সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত নোট বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য। মামলা দায়ের করে তাদের মোল্লাহাট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে। 

শহিদুল/বকুল  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়