ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২ সেপ্টেম্বর ২০২৩  
পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আটক ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরগঞ্জ-আঠাড়বাড়ি সড়কে বিএনপির কার্যালয়ের কাছে এ হামলা হয়। তবে, এতে পুলিশের কোনো সদস্য আহত হননি।

ঈশ্বরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া জানিয়েছেন, শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শাহ নূরুল কবীর শাহীনের নেতৃত্বে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশের বাধায় মিছিল করতে না পেরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করছিলেন তারা। এ সময় পুলিশ বিএনপির কার্যালয়ের পাশে দায়িত্ব পালন করছিল। হঠাৎ করে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন কয়েকজন যুবক। এসব ককটেলের মধ্যে দুটি বিস্ফোরিত হয়। এ সময় পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। 

তিনি জানান, অভিযান চালিয়ে ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

মিলন/রফিক 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়