ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

ফরিদপুরে ডেঙ্গুতে দুই গৃহবধূর মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২ সেপ্টেম্বর ২০২৩  
ফরিদপুরে ডেঙ্গুতে দুই গৃহবধূর মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ফেরসৌসি (৪৮) ও সুরাইয়া (২৫) নামে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২৫ জন।

গৃহবধূ ফেরসৌসি জুংশুরদিয়া-নগরকান্দার আব্দুস সামাদের স্ত্রী। তিনি গত ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভতি হন, ১ সেপ্টেম্বর সকাল পৌনে ৯ টায় মারা যান। অপর গৃহবধূ সুরাইয়া গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুরের স্ত্রী। তিনি গত ৩১ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভতি হন, ১ সেপ্টেম্বর সকাল ৭ টায় মারা যান।  

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ডা. এনামুল হক আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালটিতে ১শ ৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী। বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩শ ৯৯ জন।

তামিম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়