ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘বীমা সুবিধার আওতায় আসবেন চিংড়ি চাষিরা’

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২ সেপ্টেম্বর ২০২৩  
‘বীমা সুবিধার আওতায় আসবেন চিংড়ি চাষিরা’

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল আলম জানিয়েছেন, ‌‌‌‘প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে চিংড়ি চাষিরা ক্ষতির সম্মুখীন হন। চাষিরা যাতে ভবিষ্যতে যে কোনো ক্ষতি পুষিয়ে উঠতে পারেন সে লক্ষ্যে তাদের বীমা সুবিধার আওতায় আনা হবে।’ 

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

খন্দকার মহবুবুল বলেন, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্প বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে। কিন্তু চিংড়ি চাষিরা প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন। চিংড়ি চাষিদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ভবিষ্যতে চিংড়ি চাষিদের স্বার্থের কথা বিবেচনা করে তাদের বীমা সুবিধার আওতায় আনা হবে। এতে চাষিরা আরো বেশি চিংড়ি চাষে উৎসাহিত হবেন।

এর আগে, ষাট গম্বুজ সংলগ্ন ঘোড়া দীঘিতে রুই, কাতলা, মৃগেল, সিং, গলদা চিংড়ি ও টেংরা মাছের প্রায় ১০০ কেজি পোনা অবমুক্ত করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল আলম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী প্রমুখ।

শহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়