ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র উদ্বোধন, প্রথম দর ৫৪৩ টাকা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২ সেপ্টেম্বর ২০২৩  
পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র উদ্বোধন, প্রথম দর ৫৪৩ টাকা

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন হয়েছে। অনলাইন ভিত্তিক এই কেন্দ্রে প্রথম দিনে নিলামে চা বিক্রি হয় ৫৪৩ টাকা কেজি দরে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে বেলুন উড়িয়ে এই নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।  

প্রথম দিনের বিটে চা নিলামে তোলে ‘হিমালয় ব্রোকার হাউজ’ নামের একটি প্রতিষ্ঠান। দুই মিনিটের অনলাইন বিটে সর্বোচ্চ দাম হাকান বায়ার প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ। ৫৪৩ টাকা কেজি দরে ২০০ কেজি ওজনের লটটি কিনে নেয় তারা।

এর আগে, পঞ্চগড় সরকারি মিলনায়তন কক্ষে উদ্বোধনী আলোচনা সভা হয় অনুষ্ঠিত হয়। ‘স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক রবিউল ইসলাম, পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

নাঈম/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়