ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রোববার থেকে খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:১৪, ২ সেপ্টেম্বর ২০২৩
রোববার থেকে খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট

প্রতীকী ছবি

কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রোববার (৩ সেপ্টেম্বর) থেকে খুলনায় অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

জ্বালালি তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনোমিক লাইফ ৫০ বছর নির্ধারণ, তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫০ শতাংশ করা ও প্রতিশ্রুতি অনুযায়ী গেজেট প্রকাশের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বালানি তেল ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে পড়েছেন। সরকারের কাছে অনেকদিন ধরে তিনটি দাবি জানিয়ে আসছি। কিন্তু দাবি মানার বিষয়ে কোনও সুনির্দিষ্ট সমাধান মিলছে না। তাই বাধ্য হয়ে কর্মসূচিতে যেতে হচ্ছে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে।

নূরুজ্জামান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়