ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

হালুয়াঘাট সীমান্তে ২১টি ভারতীয় মহিষ আটক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৩  
হালুয়াঘাট সীমান্তে ২১টি ভারতীয় মহিষ আটক

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাইপথে আনা ২১টি ভারতীয় মহিষ আটক করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কুমারগাতা গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে মহিষগুলো আটক করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিষয়ে ভুবনকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুরুজ মিয়া বলেন, শনিবার ভোর রাতে কড়ইতলী সীমান্ত এলাকা দিয়ে কুমারগাতা গ্রামের হিরা, গোলাপ, শহিদুল্লাহ ও বাবুল মিয়াসহ কয়েকজন মিলে ২৫টি ভারতীয় মহিষ চোরাইপথে নিয়ে আসে। পরে সেগুলো ট্রাকে করে অন্য এলাকায় পাঠানোর সময় স্থানীয়রা জানতে পেরে আমাকে জানায়। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালে পুলিশ সেখান থেকে ২১টি মহিষ আটক করে। বাকি চারটি মহিষ চোরাকারবারিরা হয়তো কোথাও লুকিয়ে ফেলেছে। 

ওসি বলেন, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মহিষ আনা হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ কুমারগাতা গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে ২১টি মহিষ আটক করে রাত ৮ টার দিকে থানায় নিয়ে আসে। তবে, কেউ কেউ মহিষের মালিকানা দাবি করছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। 

মিলন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়