ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

সুন্দরবনে বাঘের দেখা পেলেন পর্যটকরা

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২৩  
সুন্দরবনে বাঘের দেখা পেলেন পর্যটকরা

দীর্ঘদিন বন্ধ থাকার পর সুন্দরবনে দর্শনার্থীদের প্রবেশ শুরু হয়েছে। সুন্দরবন খুলে দেওয়ার পর দুটি জাহাজের শতাধিক পর্যটক বাঘের দেখা পেয়েছেন। 

সাম্পান ও ক্রাউন নামের বিলাসবহুল জাহাজে থাকা দর্শনার্থীরা শনিবার (২ সেপ্টেম্বর) ও রোববার (৩ সেপ্টেম্বর) দুটি বাঘকে সাঁতরে নদী পার হতে দেখেছেন।

শনিবার দুপুরের পরে কটকা নদীতে একটি বাঘকে সাঁতরে বনের মধ্যে যেতে দেখেন পর্যটকবাহী জাহাজ ক্রাউনের যাত্রীরা। পরে রোববার সকালে কচিখালী এলাকায়ও একইভাবে আরও একটি বাঘকে সাঁতরে যেতে দেখেন সাম্পানে থাকা দর্শনার্থীরা। রোববার বিকেলেও সুন্দরবন পূর্ব বন বিভাগের স্মরণখোলা রেঞ্জের আলী বান্দা এলাকায় দায়িত্বরত বনরক্ষীরা অপর একটি বাঘকে নদী সাঁতরে যেতে দেখেছেন।

সুন্দরবনে বাঘ সাঁতরে নদী পার হওয়ার দৃশ্য পৃথক পৃথকভাবে মুঠোফোনে ধারণ করেছেন দর্শনার্থী ও বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুব কাছ থেকে দেখা তিনটি বাঘের নদী সাঁতরে পার হওয়ার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এরআগে ৮ আগস্ট সকাে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে দেখা মিলেছে একটি বাঘের। বিশাল বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এসময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।

শহিদুল ইসলাম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়