ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

সিলেটে টিলা কাটায় ৪ জনের দণ্ড

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৪ সেপ্টেম্বর ২০২৩  
সিলেটে টিলা কাটায় ৪ জনের দণ্ড

সিলেটে টিলা কাটার সময় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের (হরিপুর) ৭ নাম্বার গ্যাস কূপ এলাকায় অবৈধভাবে টিলা কাটার সময় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় টিলা কাটার সরঞ্জাম ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সিলেট কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেন।

চারজনের মধ্যে শিকার খাঁ গ্রামের সামছুল ইসলামের ছেলে নজমুল আলমকে (৩৫) ছয় মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শ্যামপুর গ্রামের মুছা মিয়ার ছেলে হালিম উদ্দিনকে (২২) তিনি মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হরিপুরের মৃত সুফী মিয়ার ছেলে আব্দুল মতিনকে (৬৫) ১ লাখ টাকা অর্থদণ্ড ও উৎলারপার এলাকার মৃত তুতা মিয়ার ছেলে মকবুল হুসেনকে (৫৪) ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

নূর/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়