ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রাজবাড়ী-ঢাকা বাস চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৩  
রাজবাড়ী-ঢাকা বাস চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে রাজবাড়ীর কোনো বাস ছাড়তে দিচ্ছে না বাস-ট্রাক মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগের দিন সোমবার সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী রাজবাড়ীর মুরগি ফার্ম ও মালিক সমিতির বাস কাউন্টারে এসে ফিরে যাচ্ছে। আবার অনেক যাত্রী লোকাল বাস, ব্যাটারিচালিত থ্রি হুইলারে করে ভেঙে ভেঙে ঘাট পর্যন্ত গিয়ে ফেরি ও লঞ্চে পার হয়ে ওপার থেকে লোকাল বাসে করে ঢাকায় যাচ্ছেন।

রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, শ্যামলী পরিবহনের ঢাকা থেকে রাজবাড়ী রুটে দুটি বাস চলে। এতে আমাদের কোনো আপত্তি ছিলো না। কিন্তু গত ৩ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় আরও একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে আমাদের ব্যবসায় ক্ষতি হবে। যে কারণে আমরা ওই দিনের বাসটি আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠাই। এরপর আমরা শ্যামলী কর্তৃপক্ষকে বলি যে তারা যেন রাজবাড়ী বাস মালিক গ্রুপের সঙ্গে আলোচনা করে। আমরা তাদের ট্রিপ নির্ধারণ করে দেবো। তারপর তারা শান্তিপূর্ণভাবে বাস চালাতে পারবে। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী থেকে ঢাকায় যাত্রীসহ বাস গেলে গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা আমাদের বাস আটকে দেয়। এরপর তারা গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর বাসের সব কাউন্টার বন্ধ করে দেয়। একইসঙ্গে সেখান থেকে আমাদের কোনো বাস ছাড়তে দিচ্ছে না এবং রাজবাড়ী থেকে আমরা কোনো বাস পাঠালে তারা আটকে রাখছে। এ কারণে রাজবাড়ী-ঢাকা রুটে আমাদের সব বাস চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, শ্যামলী পরিবহনের মালিক শ্রী রমেশ চন্দ্র ঘোষ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। যে কারণে প্রভাব খাটিয়ে তিনি আমাদের বাস ও কাউন্টার বন্ধ করে রেখেছেন। তিনি আমাদের বাস ছেড়ে দিলে ও কাউন্টার খুলে দিলেই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।

বিষয়টি নিয়ে আজ রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে মিটিং করবেন বলে জানিয়েছেন তিনি।

রবিউল আউয়াল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়