ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

মমেক হাসপাতালে চিকিৎসক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৪:৪৮, ৭ সেপ্টেম্বর ২০২৩
মমেক হাসপাতালে চিকিৎসক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক এবং পুলিশের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য এবং ৮ ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। ঘটনার পর হাসপাতাল থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নিয়েছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ১৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ১০টার দিকে কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত সহকারী উপ-পরিদর্শক মাহমুদুল হাসান তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে হাসপাতালের পুরাতন ভবনের ১৪ নাম্বার ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তির পর মাহমুদুল হাসান কর্তব্যরত চিকিৎসককে ডাকেন। তখন ওই চিকিৎসক অন্য রোগী দেখছিলেন। তিনি ‘পরে আসছি’ বলে জানান। এতে মাহমুদুল হাসান ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের সঙ্গে অভদ্র আচরণ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ দিকে খবর পেয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম ১৪ নাম্বার ওয়ার্ডে আসেন। ওয়ার্ডে অবস্থার অবনতি দেখে তিনি মাহমুদুল হাসানকে পুলিশের ক্যাম্পে নিয়ে যান। কয়েকজন ইন্টার্ন  চিকিৎসকও পুলিশ ক্যাম্পে যান। ক্যাম্পে পুনরায় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। বলেন ডা. জাকিউল ইসলাম। 

সংঘর্ষে ৮ জন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। এদের মধ্যে দুজন ইন্টার্ন  চিকিৎসক ডা. শামীম রেজা ও ডা. সাদিক গুরুতর আহত। তাদের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতালের উপ-পরিচালক।  

ঘটনার পর রাতেই জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার ঘটনার সাথে জড়িত হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম এবং এক পুলিশ সদস্য আরিফকে সাময়িক বরখাস্ত করেন। 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, দুই পক্ষের সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনা তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন পুলিশ সুপার। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ দিকে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন দিনের কর্মবিরতি ঘোষণা করেছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকের উপর রোগীর স্বজন এবং পুলিশ ক্যাম্পের কতিপয় বিপথগামী সদস্য কর্তৃক ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনার প্রতিবাদে আগামী তিন কার্যদিবস কর্মবিরতি পালন করা হবে। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত ঘটনার সুষ্ঠু সমাধান প্রদানে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস বলেন, হাসপাতালে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসকরা কর্ম বিরতি ঘোষণা করেছেন। 

মিলন/তারা 


সর্বশেষ

পাঠকপ্রিয়