ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মাদারীপুরে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২৩
মাদারীপুরে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরের রাজৈরে বিপুল পরিমাণে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, পাবনা থেকে অপূর্ব নামের এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কার্তিক নামের একজনের কাছে ২৪০ পিস চায়না দুয়ারি পাঠান। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে এই চায়না দুয়ারি জব্দ করা হয়। পরে রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি পুড়িয়ে ধ্বংস করেন।

রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, রাজৈর উপজেলায় চায়না দুয়ারির সবচেয়ে বড় চালান ছিল এটি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বেলাল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়